সোমবার, ১৮ মে, ২০২০

মনে কি পড়ে


"""""মনে কি পড়ে """""





মনে কি পড়ে,
শিশির ঝরা কুয়াশা সকাল?
যখন তুমি আমি হারিয়ে যেতাম,
সকাল রবির উষ্ণতায় শিশির মাখা দূর্বাঘাসে।

মনে কি পড়ে ,
গোধুলী মাখা পড়ন্ত বিকেল ?
যখন হারাতাম মোরা দূর দিগন্তে,
যেখানে পৃথিবী মিশে যেতো নীলিমায়।

মনে কি পড়ে,
জোৎস্না মাখা নিঝুম নিশি?
আলো জ্বালাতো রাত  জোনাকি,
তুমি আমি পাশাপাশি দীঘির ঘাটে।

মনে কি পড়ে,
ঝিরঝির বৃষ্টির বর্ষা বেলা?
তীব্র আবেগে আমরা হারিয়ে,
আনন্দ ছড়াতাম খেলে জল খেলা।

মনে কি পড়ে ,
প্রথম বৈশাখের আনন্দ ক্ষণ?
তুমি সাজতে বাসন্তী শাড়িতে হাতে চুড়ি,
আমি সাদা পাঞ্জাবি পাশাপাশি হাত ধরে হাটা।

14/4/14

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন