"""খোঁজ নিও আমার সাধারণের ভীড়ে ""
হয়তো তুমি দেখবে একদিন
দাঁড়িয়ে আছি কোন ব্যস্ত রাস্তায়,
গীটার কাঁধে আউলা চুলে
গেয়ে চলেছি গান ফুটপাতের টোকাইয়ের সাথে।
দেখবে তুমি কোন ঝুম বৃষ্টির দিনে
মেতেছি খেলায় কিশোরদের সাথে খোলা ময়দানে।
মাঝে মাঝে আমার দেখা মিলবে
রেললাইনের ধারে বস্তিগুলোতে,
খুব আয়েশে বসে খাচ্ছি গুড় -মুড়ি
উদাম গায়ের বাচ্চা কোলে নিয়ে।
হয়তো তুমি খুঁজে পাবে আমাকে
ব্যস্ত পথের সেইসব ভাসমান চায়ের দোকানে,
খুব মসগুল আড্ডায় পথের মানুষের সাথে।
কখনো কখনো আমায় পাবে
নির্জন রাতে খোলা আকাশের নীচে
শুয়ে থাকা দুঃখী মানুষদের ভীড়ে।
তুমি খোঁজ নিতে পার আমার
হকারদের সেইসব সস্তা মার্কেটে,
পরম আনন্দে হয়তো করছি দরকষাকষি
পছন্দের কোন কিছু নিয়ে।
আমার দেখা মিলবে সেই ঝিলের কিনারায়
সেখানে হয়েছিল তোমার আমার প্রেমের সাক্ষাৎ,
একাকী তুমিহীন বসে থাকবো নিরবে ;
খোঁজ নিতে পার শীতের সন্ধ্যায়
কাছেই হয়তো কোথাও বসেছি খড়ের আগুনে।
তুমি কখনো খোঁজ নিওনা আমার
তোমার পাহাড়সম অট্টালিকার খুপরিতে,
অথবা বিদেশী ফ্লেভারে অখাদ্য কোন রেস্টুরেন্টে ;
তুমি কখনোই পাবেনা আমাকে
শীতাতপনিয়ন্ত্রিত তথাকথিত বড়লোকের
বিপনী বিতানগুলোতে,
যেখানে দু -টুকরো কাপড়ের মূল্যে
চলে যায় মধ্যবিত্তের সংসার অনায়াসেই।
আমাকে কখনোই পাবেনা
হাই সোসাইটির উলঙ্গপনা বিক্রিত রুচির
বিনোদনশালাতে লম্ফজম্ফ করতে।
তারচেয়ে তুমি খোঁজ নিও আমার
পথের ধারে কোন সাধারণ পার্কে,
হয়তো বসে বসে মনের সুখে বাদাম চিবোচ্ছি।
22/9/14
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন