ভালো লাগা তোমার আমার
ভালো লাগে তোমার
দুষ্টু ভরা আখিঁ ,
মন খারাপ আমার
দাও যখন ফাঁকি।
ভালো লাগে তোমার
তুলতুলে অধর,
কষ্ট লাগে আমার
অপেক্ষার প্রহর।
ভালো লাগে তোমার
বেনী করা চুল,
লজ্জা লাগে আমার
করি যখন ভুল।
ভালো লাগে তোমার
চিকন চাকন দেহ,
ভয় লাগে আমার
নেয় কেড়ে কেহ।
ভালো লাগে তোমার
কোমরের বিছে,
খারাপ লাগে আমার
পায়না যখন কাছে।
ভালো লাগে তোমার
হাতে রঙিন চুড়ি,
ভালো লাগে না আমার
তোমায় ছাড়া ঘুরি।
ভালো লাগে তোমার
আল্লাহর ভক্তি,
খারাপ লাগে আমার
বিষন্নতার উক্তি।
ভালো লাগে তোমার
বিশুদ্ধ বিশ্বাস,
ভয় লাগে আমার
বন্ধ হবে শ্বাস।
ভালো লাগে তোমায়
যখন তুমি শান্ত,
মন্দ লাগে আমার
যখন হই ক্লান্ত।
ভালো লাগে তোমার
ঝিলিক দেয়া হাসি,
ভালো লাগে আমার
যখন দেখি খুশি।
ভালো লাগে তোমার
নিবিড় ভালবাসা,
অপেক্ষা আমার
কখন বাঁধবো বাসা।
8/4/14
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন