রবিবার, ১৭ মে, ২০২০

হারিয়েছি আমার কবিতা

হারিয়েছি আমার কবিতা ""

    সাখাওয়াৎ আলম চৌধুরী

আমার একটি কবিতা হারিয়েছে, 
যে কবিতা লিখেছিলাম নীল আকাশের
বিশালতায়  শুভ্র মেঘের কালিতে । 
যে কবিতায় এঁকেছিলাম তোমায়
পরম মমতা দিয়ে হৃদয় রাণীর প্রতিচ্ছবিতে।
একটি একটি করে স্বর্গীয় উপমায়
তুলে এনেছিলাম তোমার ঐশ্বর্য ভরা রূপ যৌবন।
যেখানে রঙধনুর সাথে খেলতো তোমার মায়াবী অধর,
যে কবিতায় কালবৈশাখী হাওয়ার মতো
উড়তো এলোমেলো তোমার কালো কেশ,
এক আকাশের বুকে মুক্ত গাঙচিলের
পাখনার মতো দিয়েছিলাম তোমায় স্বাধীনতা।
অরন্যের অলংকারে সাজিয়েছিলাম তোমায়,
গড়েছিলাম তোমায় তন্বী যৌবনা বৃক্ষের ন্যায়।
ছড়িয়ে পরতো অপরূপ আভা শুক্ল পঞ্চমীর
রূপোর জোৎস্নার আলোয়।
সর্প নর্তকীর বীণের সুরের মতো দিয়েছিলাম
তোমার দৃষ্টিছোঁয়া বাহারি চলন ;
রাজ্যের রকমারি ফুলের পাপড়ি হতো
তোমার চারু দেহের সৌন্দর্যাবরণ।
মেঠো রাখালের বাঁশির ন্যায় ছিলো তোমার কন্ঠ।
এভাবেই তুমি ছিলে আমার কবিতার মাঝে
হৃদয়ের একটি অংশ হয়ে ;
আমার সেই প্রিয় কবিতাটি আজ হারিয়ে গেছে,
হারিয়ে ফেলেছি সেই কবিতা ঠিক তোমার মতো।
তুমি যেমন হারিয়ে গেছো মরুভূমির
মরিচিকার ধোঁয়াশার প্রান্তরে,
ঠিক তেমনি করে আজ কবিতাও হারিয়ে গেছে -
নিঃসীম আকাশে হঠাৎ উদিত হওয়া অদৃশ্যের ধুমকেতুর মতো।

30/8/14

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন