বুকের গহীনে হৃদস্পন্দন ভেদ করে
কয়েক ফোটা নোনা জল গড়িয়ে এলো।
মূহু মূহু অস্থিরতায় বুকের ভিতরে
একধরনের কষ্টের নীল বাষ্প জমা হয়ে আছে।
আমি নিজেকে এক অপদার্থ মানুষ ছাড়া
আর কিছুই ভাবতে পারছি না।
এমন ও কি মানুষ আছে এই পৃথিবীতে?
যে কিনা নিজের প্রিয়তমাকে ভুলে যায়?
যাকে ভালবাসে সে নিজের চাইতেও বেশী,
সমগ্র কিছুর বিনিময়ে যে পেতে চায় প্রেমিকা।
সেই কিনা ভুলে গেছে আজ প্রেমিকার জন্মদিন?
এর চাইতে আর নিকৃষ্ট কি হতে পারে?
হ্যাঁ আমি এক নিকৃষ্ট অপদার্থ প্রেমিক,
নিজেকে প্রেমিক ভাবতেই আজ ঘৃণা হয়।
আমি প্রেমিক নামে কলঙ্ক।
কেউ আজ বসে ছিলো অপেক্ষায়,
শুনবে তার প্রিয়তমের মুখে শুভজন্মদিন।
কিন্তু রমনীটি এতটাই দূর্ভাগা যে
তার হৃদয় জুড়ানো কোন বাক্য
তার আগ্রহী কানকে স্পর্শ করলো না।
মেয়েটি আজ সকল কাজ ভুলে
হয়তো একটি প্রহরই গুনেছে।
কখন আসবে একটি ফোনের কল,
কখন হৃদয় উজার করে বলবে কথা।
কখন হবে সাঙ্গ এই বিরহ বেলা,
কখন আসবে সেই মধুর ক্ষণটি।
কিন্তু সে আশায় গুঁড়েবালি,
কোন কলই আসেনি আজ
জানিয়ে জন্মদিনের অভিবাদন।
নিজেকে আজ কিভাবে বুঝাবো যে
আমি কতটুকু অপরাধে অপরাধী।
আমার অপরাধ এতটাই গর্হিত যে,
এর বিনিময় কিছুই হতে পারে না।
আমি ভালবাসার আদালতে পাপী,
আমি এক নষ্ট নিকৃষ্ট প্রেমিক।
28/4/14
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন