রবিবার, ১৭ মে, ২০২০

যে পাপ তাড়িয়ে বেড়ায়


"" যে পাপ তাড়িয়ে বেড়ায় """

সাখাওয়াৎ আলম চৌধুরী

নিস্তব্ধ সুপর্ণ শীতল রাত্রি মাড়িয়ে,  ভেসে আসে
আঁধার প্রহরে জেগে উঠা প্রাণীদের
সকরুণ আর্তনাদ।
বীভৎস অস্থিরতায় হঠাৎ ঝড়ো হাওয়ায়
শূন্যতার আলোকে কেঁপে উঠে ঘুমন্ত অন্তরস্থল।
সুদীর্ঘ সতৃষ্ণ মরুভূমির এই হৃদয়ে
ক্ষণে ক্ষণে উথলে উঠে একটি মিহি কান্নার রোল।
মাঝরাত্রির তিমির গহ্বরের পূর্ণ অমাবস্যায়,
এখনো শুনি একটি করুন সুক্ষ চিৎকার  -
"মা, আমাকে তুমি মেরে ফেললে? "

জীবনের প্রভাতরাঙা উচ্ছৃঙ্খল আবেগী স্রোতে
নিজেকে ভাসিয়ে কুড়িয়েছিলাম অবারিত
ভালবাসার স্বর্ণালী ঊষা।
নব অংকুরিত সবুজ পত্রপল্লবের মসৃনতার ন্যায়
ছিলো সেইসব প্রগাঢ় ভালবাসার খুনসুটির রোমান্টিকতা।
পরম বিশ্বাসে নিজের যৌবন তরীতে
তুলে দিয়েছিলাম কামনার বৈঠা প্রেমিক পুরুষের 'পরে;
উদ্মাদ উত্তাল প্রেম সাগরে দাপিয়েছিল সুনামী
নিকৃষ্ট জৈবিক প্রকৃতির বানে।
লুকানো কাম ভান্ডার অন্বেষণের তোড়ে
দুজনই ভুলেছিলাম যৌবনের নিকৃষ্ট ঠিকানা।
ভেসে গেলাম দুজনই
অজানা নিষিদ্ধ সুখের স্বর্গীয় আনন্দের সীমানায়।
প্রকৃতির ইশারায় থেমে গেলে ঝড়
রয়ে যায় শরীরে তান্ডবের আনন্দ স্মৃতি ;
সময়ের সাথে শরীরে বেড়ে উঠে
একসময়ের লোলুপ শিহরিত ছোঁয়ার বিষাদ অস্তিত্ব।
সমাজের রক্তচক্ষুর বিষাক্ত ছোবলে
পারিনা টিকিয়ে রাখতে সেই আনন্দ অনুভূতির স্মৃতি চিহ্ন।

আজও আমাকে তাড়িয়ে বেড়ায়
সেই ক্ষুদ্র রক্তপিন্ডে মোড়ানো আমার নিজস্ব অস্তিত্ব।
এখনো শুনশান কালো বিকৃত রাত্রির ঝিঁঝিঁ ডাকার
হৃদয়বিদারক শূন্যতার ক্ষণগুলোতে,
আমার চারপাশে শুনি
একটি নিদারুণ আর্তনাদের অস্পষ্ট কন্ঠস্বর
"মা, আমাকে তুমি মেরে ফেললে? "

18/10/14


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন