"""""কখনো যদি ....."""
কখনো যদি মনে হয়
কোন জোৎস্না ঝরা দিনে
একাকী মন চায় আমাকে,
তবে সকল দ্বিধাবোধ ভুলিও।
তুমি ডাকিও আমাকে ;
আমি তোমার তরে সদা
প্রস্তুত থাকিব তোমার আহবানের।
কখনো যদি ইচ্ছে হয়
ঝরা বাদলের বর্ষা দিনে,
নিজেকে ভুলে গিয়ে
করতে চাও বৃষ্টি স্নান।
তবে স্বরণ করিয়ো আমাকে ;
আমি অপেক্ষায় থাকিব
তোমার প্রেমময় নিবিড় আহবানের।
কখনো যদি মনে চায়
শীতের কুয়াশা হিমেল দিনে,
সকল জরাজীর্ণতা ভুলে
পেতে একটু উষ্ণ আলিঙ্গন।
তবে মনে রেখো আমাকে ;
আমি অধীর আগ্রহে
রইব তোমার উষ্ণ আহবানের।
কখনো যদি ভাব অসহায়
কোন গোধূলির পড়ন্ত দিনে,
সকল কিছু হারিয়ে
হও পরাজিত তুমি একাকীত্বে।
তবে ঠাঁই দিও আমাকে ;
তোমার একাকীত্ব ঘোচাতে
আছি সদায় তোমার আহবানের।
কখনো যদি কষ্টের ভয়
পীড়িত করে যাপিত দিনে,
কষ্টের বেদনায় নীল
হয়ে ভাব তুমি বিধ্বস্ত।
তবে ভুলিও না আমাকে ;
তোমার কষ্টের নীলে
উপশম হতে অপেক্ষা আহবানের।
5/4/14
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন