বৃহস্পতিবার, ২৮ মে, ২০২০

কেন এখনো ভয়

"'কেন এখনো ভয় "''"'




এখনো কেন এতো ভয়?
মরুভূমির বুকে ফসল ফালায়ে
আমারে করিয়াছ তুমি জয়।

এখনো কেন এতো কষ্ট?
তিমির আঁধারে পথ ধরিয়াছ
তুমি হতে দাওনি পথ ভ্রষ্ট।

এখনো কেন এতো হতাশা?
সিংহল সমুদ্র পাড়ি দিয়েছি
কভু টুটেনি আমাদের আশা।

এখনো কেন তোমার কান্না?
হাজার দৈন্যতায়ও ছিলে অটল
বয়ে গেছে কত ঝড় বন্যা।

এখনো কি হয়না বিশ্বাস?
এ জীবনের শেষে মরণের পরও
আমি তোমারই, দিচ্ছি এ আশ্বাস।

24/4/14


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন