বৃহস্পতিবার, ২৮ মে, ২০২০

কবিতার বিরস ক্ষণ


""""" কবিতার বিরস ক্ষণ """




কবিতায় নেই কোন ছন্দ
কবিতায় নেই আর আনন্দ।
হৃদয়ের চোখ আজ  অন্ধ
কবিতা হয়ে আসে বন্ধ।

কবিতায় আজ নেই  মায়া
কবিতায় নেই প্রেমের ছায়া।
কবিতা হারিয়েছে তার খেয়া
কবিতা হয়ে উঠে কৃষ্ণকায়া।

কবিতায় খুঁজি নিজেকে আমি
কবিতা হয়েছে মোর অন্তর্যামী।
কবিতায় পায় মোর জীবনী
কবিতাতেই পার হয় মোর যামিনী।

16/4/14


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন