""""লিখতে চাই """
একটি কবিতা খাতায় লিখতে
কলম নিয়েছি হাতে,
মনের রঙের রঙ তুলিতে
আল্পনা দিবো তাতে।
ভাবছি আমি ভাবনা কতই
অগোছালো সব ভাষা,
লিখছি আমি লিখতে চাই
আমার মনের আশা।
হয়না কিছুই হওয়ার মতো
যেমনটা আমি চায়,
হচ্ছে সবই হাওয়ার মতো
যেন উড়ে সব ছাই।
বুকের মাঝে কথার বাষ্প
ফুলে ফেঁপে শুধু উঠে,
কলমের আগায় শুধু ভস্ম
কিছুই আসে না ফেটে।
15/4/14
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন