সোমবার, ১৮ মে, ২০২০

কবিতার দীর্ঘশ্বাস


"""""কবিতার দীর্ঘশ্বাস """"





একটি কবিতা মনে দেয় উঁকিঝুঁকি
লিখবো বলে আমি করি আঁকাআঁকি।
পারি না কিছুই ভাবনা দেয় ফাঁকি।
হয়না কিছুই শেষ লেখা থাকে বাকি।

মনেতে আছে কতো ভাবের আল্পনা
পারিনা কিছুই লিখতে করি যা কল্পনা।
মস্তিষ্কের ভিতরে কীটেরা করে জল্পনা
থরেথরে সাজায় অবসাদের আলনা।

বুকেতে চেপে থাকে জমাটবদ্ধ শ্বাস
কষ্টের ভাব গুলো করে হাসফাঁস।
পরিশ্রান্ত মনে ফেলি দীর্ঘশ্বাস,
হবে কি কবিতা,নেই  কোন আশ্বাস।

21/4/14

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন