অনুভবে স্বাধীনতা
আমি স্বাধীনতা দেখিনি,
দেখিনি কত পথ পরিক্রমা শেষে অর্জিত হয়েছে স্বাধীনতা।
তবে শুনেছি স্বাধীনতার গল্প
সেই মধ্যবয়সী নারীর মুখে -
যে এখনো রেললাইনের ধারে অপেক্ষমান খোকার জন্য।
আমি স্বাধীনতা দেখিনি, তবে অনুভব করেছি স্বাধীনতা,
শহীদ জননী জাহানারা ইমামের জীবন থেকে,
যার সোনার মানিকেরা হারিয়ে গেছে এনে দিতে স্বাধীনতার সূর্য।
আমি পড়েছি স্বাধীনতার গল্প
শামসুর রাহমানের অনবদ্য কবিতার ছন্দে আনন্দে।
আমার শরীরে স্বাধীনতার রক্তিম প্লাবন ছড়ায়,
৭ই মার্চের বঙ্গবন্ধুর অগ্নি স্ফুলিঙ্গের ভাষনে গর্জনে।
আমি স্বাধীনতা পরখ করেছি
মুক্তিযোদ্ধা বীরঙ্গনা ফেরদৌসী প্রিয়বাসিনীর প্রতিবাদী সৃষ্টি কর্মে,
আমি স্বাধীনতার কান্না শুনি
বিধবা পল্লীর স্বামীহারা শত মায়ের অস্রু ঝরা শব্দে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন