""""এলো বৈশাখ """""
বৈশাখ এলো রাঙিয়ে ভূবন
জীবনে লেগেছে নতুন রঙ,
বৈশাখ এলো সাজিয়ে জীবন
প্রকৃতিতে এলো নতুন ঢং।
বৈশাখ এলো নিয়ে বার্তা
জীবন হোক আজ জ্যোতির্ময়,
বৈশাখে হোক নতুন যাত্রা
জীবন হোক আজ আনন্দময়।
বৈশাখ এলো নিয়ে পূর্ণতা
জীবন হোক আজ শান্তিময়,
বৈশাখ এলো নিয়ে উচ্ছলতা
জীবন হোক আজ মুখরময়।
বৈশাখ এলো মুছতে গ্লানি
ঝেড়ে ফেলে সব ব্যর্থতা,
বৈশাখ এলো সাজাতে ধরনী
মুছে ফেলে সব জীর্ণতা।
বৈশাখ এলো মুছতে পাতক
ধুয়ে ফেলে সব সংকীর্ণতা,
বৈশাখ এলো গড়তে দীপক
ধুয়ে ফেলে সব অসাড়তা।
বৈশাখে মোরা করি শপথ
জীবনে আনব নব বারতা,
বৈশাখে মোরা সাজাবো রথ
মুছে দিয়ে সব কন্টকতা।
13/4/14
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন