রবিবার, ১৭ মে, ২০২০

শ্রমিকের রক্তে অবনী


""""শ্রমিকের রক্তে অবনী """

সাখাওয়াৎ আলম চৌধুরী

সেদিন মিছিলে মিছিলে মুখরিত ছিলো শিকাগোর রাজপথ,
যখন সাইরেনে বেজেছিলো অধিকার আদায়ের বজ্র শপথ।
সেইদিন শ্রমিকের শোষিত পতাকা উড়েছিলো আকাশে পতপত,
বুর্জোয়া হায়েনাদের নির্মম গুলিতে রঞ্জিত হয়েছিল পিচঢালা পথ।

অবশেষে নির্দয়ে রক্ত পান করে এসেছিল শ্রমিকের মুক্তি,
ভুলি নাই আমরা ভুলি নাই,  তাদের  ঋণ হয়েছে মোদের শক্তি।
শ্রমিকের রক্তাক্ত ইতিহাসের পরও পেয়েছে কি শ্রমিক ভিত্তি?
তবে আজও কেন শ্রমিকের হাহাকার চাই তারা এখনো মুক্তি?

শ্রমিকের শ্রমে আর মননে মুখরিত হয় আজও এই ধরণী,
শ্রমিক শ্রেণীর কাছে এই সভ্যতা সবসময় থেকেছে ঋণী।
শ্রমিকের রক্ত ঘাম ছাড়া কখনো পরিপূর্ণ নয় এই অবনী,
আজ সময় এসেছে তাদেরও দিতে যোগ্য অধিকার ও সম্মানী।

30/4/14


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন