ফেব্রুয়ারি তুমি
ছেলে হারানো মায়ের কান্না।
ফেব্রুয়ারি তুমি
ভাইয়ের জন্য বোনের অপেক্ষা।
ফেব্রুয়ারি তুমি
নববধূর গায়ে সাদা শাড়ি।
ফেব্রুয়ারি তুমি
মায়ের ভাষার আদায়ের লড়াই।
ফেব্রুয়ারি তুমি
ছাত্র জনতার মুখর মিছিল।
ফেব্রুয়ারি তুমি
শোষণের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ।
ফেব্রুয়ারি তুমি
শহীদদের বুকের তাজা রক্ত।
ফেব্রুয়ারি তুমি
বসন্তে রাঙা রঙিন ফুল।
21/2/14
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন