সোমবার, ১৮ মে, ২০২০

নিওনা কষ্ট মোর অভিমানে


""""" নিওনা কষ্ট মোর অভিমানে ""





কখনো যদি ব্যথা দিই ঐ মনে,
কান্না হয়ে বাজে তা ক্ষণে ক্ষণে।
তোমার ভালবাসা রয়েছে গহীনে,
হারাবে না ভালবাসা যদিও মরণে।

তাই ভুলে গিয়ে সব মান অভিমান
তোমাকেই ভালবাসতে চায় আপ্রাণ।
ভালবাসার গভীরে দিও মোরে স্থান,
তোমাকেই ভালবেসে যায় যেন প্রাণ।

করছি তোমার জন্য হাজারো অপেক্ষা
করবো তোমার জন্য আমৃত্যু প্রতীক্ষা।
তোমারই ভালবাসায় পেয়েছি দীক্ষা,
তুমি ছাড়া আমায় কে করিবে রক্ষা।

জানি দিয়েছি তোমায় অনেক কষ্ট
মাঝে মাঝে মন হয়ে যায় কেন ভ্রষ্ট?
জেনে রেখো ভালবাসি তোমায় স্পষ্ট,
ভালবেসে তোমায় হই আরো আড়ষ্ট।

21/4/14

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন