""""""সাজায় তোমার তরে """
তুমি আসবে বলে
পড়ন্ত বিকেল দিয়েছি বিদায়।
তুমি আসবে বলে
সাজিয়েছি সন্ধ্যা জোৎস্নার আলোয়।
তুমি আসবে বলে
উদ্গ্রীব হয়ে আমি অপেক্ষায়।
তুমি আসবে বলে
রাতের আকাশে তারা সাজায়।
তুমি আসবে বলে
পাখিদের সাথে গান গায়।
তুমি আসবে বলে
প্রজাপতির পাখায় রঙ লাগায়।
তুমি আসবে বলে
হৃদয় গহীনে সুখ ছড়ায়।
তুমি আসবে বলে
স্বর্ণালী রোদ এই ধরায়।
তুমি আসবে বলে
বৃষ্টির ছোঁয়ায় নিজেরে রাঙায়।
তুমি আসবে বলে
তাকিয়ে আছি দক্ষিণ জানালায়।
তুমি আসবে বলে
সময় চলে মালা গাঁথায়।
তুমি আসবে বলে
বিরহে এখনো সময় কাটায়।
তুমি আসবে বলে
পুলকিত আমি রঙিন ছোঁয়ায়।
তুমি আসবে বলে
আবেগেী মন তোমায় ভাবায়।
9/4/14
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন