রাবার গাছের রস দেখেছ?
ধবধবে সাদা মিহি আঠালো কষ।
ওটা রস নয়, ওটা তার কষ্ট।
নিষ্ঠুর আঘাতের ক্ষতবিক্ষত হওয়ার কষ্ট।
তার প্রাণ আছে কিন্তু সে প্রাণবন্ত নয়,
সে প্রাণবন্ত নয় কারণ তার ভাষা নেই।
তার ভাষা নেই কারণ সে বলতে পারে না।
তাই শত অত্যাচারেও সে কখনো
কিছুই বলতে পারে না।
তার নির্মম আঘাত গুলোর বদলে
সে হাসিমুখে দেয় শুভ্র রক্ত বিসর্জন।
ওটাই তার ভাষা, শত আঘাতেও বিরক্ত নয়।
কিন্তু আমি মানুষ, আমার ভাষা আছে।
আমার কষ্টও আছে, আছে কষ্টের বিস্তৃতি।
মানুষের কষ্ট গুলো রাবার গাছের
কষ্টের মতো নয়নের নোনা জলে বেড়িয়ে আসে।
কিন্তু আমি পুরুষ বলে আঁখি জলে
নিজেকে ভাসাতে পারি না।
আমার নীল কষ্ট গুলো কুটকুট করে
আমার গহিনটাকে কেটে কুটিকুটি করে দিচ্ছে।
আমি নির্বাত হৃদয়ে নির্বাক হয়ে
চেয়ে থাকি অসীমের পানে।
আমার প্রতিটি শিরা উপশিরায়
কষ্টেরা নিঠুর ভাবে করে আনাগোনা।
আমি বসে থাকি অলস ভাবে,
কেটে যায় সকাল সন্ধ্যা রাত অবারিত ভাবে।
নির্জীবের মতো চেষ্টা করি
কখনো রাবার গাছ হওয়া যায় কিনা।
তাহলে তার মতো আমার কষ্ট গুলোও
হাসিমুখে এই শরীর মন থেকে বিদায় দিতাম।
30/4/14
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন