""""আধুনিক মান অভিমান """"'
এতো দিনে আমরা সম্পর্কের আট বছর পূরণ করেছি,
এই আট বছরে অনেক কিছুই হলো।
আমার প্রবাসে আসা, তোমার স্কুলের চাকরি,
এমন কি আমাদের এ্যানগেইজমেন্টাও।
যদিও এখনো সংসার শুরু করতে পারি নি
তবুও আমরা একে অপরকে অনেক বুঝি।
মাঝে মাঝে সেই বোঝাপড়াটা
একটু ভুল বোঝাবুঝিতে রূপ নেয় এই আরকি।
এই যেমন তোমার আবদার
প্রতিদিনই ফোন করা অথবা পারতপক্ষে
দু তিন দিন বাদে ফোন করা,
যা আমার পক্ষে কখনো সম্ভব কখনো না।
এই নিয়ে তুমি প্রায়ই রাগ করো,
কিন্তু কি আর করবো, সবসময়
তোমার আবদার রক্ষা করা হয়ে উঠে না।
তার মানে এই নয়, আমি তোমাকে ভুলে গেছি,
কিংবা তোমাকে তাচ্ছিল্য করছি।
আসলে আমি এমনই, সবাই তো একরকম হয়না।
গতকাল তোমার সাথে অনেক কথা বললাম,
আমি খুবই আবেগ দিয়ে কথা বলেছি।
অথচ তুমি, কথা বললে সব ছাড়া ছাড়া।
আগে কবিতা শুনতে চাইতে আর এখন,
আমাকেই হয়তো শুনতে ইচ্ছে করছে না।
তোমার অভিযোগ সবসময়ই কল করা নিয়ে,
এত কথা বলে বলতো কি হয় শুনি?
সবই তো তোমার প্যানপেনানি হিন্দি সিরিয়ালের গল্প।
এক ঘন্টা কথা বললে সেখানে
হৃদয়ের কথা কতটুকুই বা হয়?
হৃদয়ের অনুভূতি বুঝতে হলে
ঘন্টার পর ঘন্টা কথা বলার দরকার নেই,
অন্তত আমি তাই ই মনে করি।
জানো, কাল না খুব খুব রাগ হয়েছিল আমার,
আমি তোমাকে কত ভাবেই না
রাগ কমানোর চেষ্টা করছি।
অথচ, তুমি সেই যে মুখ ভার ভার কথা বলছ,
আমার কোন কথাই মন দিয়ে শুনলে না।
তাই তো কথার একেবারে শেষ পর্যায়ে
আমি মনে মনে ক্ষুব্ধ হলাম,
তবে সেটা প্রকাশ করলাম না,
শুধু বললাম, "আমি রাখছি "।
এইবলে আমি ফোন রেখে দিলাম।
আমি খুব ভালো ভাবেই বুঝতে পারছিলাম যে,
এবার তুমি কষ্ট পাবে।
এখনকার কষ্ট গুলো খুবই বিষাক্ত হবে,
যা তোমাকে প্রতিনিয়ত দংশিত করে
কষ্টের নীল সাগরে বিলীন করে দিবে।
আমারও খুব কষ্ট হলো,
কিন্তু কি করব আমি, তোমাকে তো
কোন ভাবেই বুঝাতে পারলাম না।
যাই হোক, মাঝে মাঝে মান অভিমান হওয়া ভালো,
এতে সম্পর্ক আরো অটুট হয়।
আশাকরি তুমি তোমার ভুল বুঝতে পেরেছ,
তাই তো তুমি বেশকয়েক বার মিস কল দিচ্ছ।
এবার যাই তোমাকে ফোন দেই,
বেশীক্ষণ মান অভিমান ধরে রাখাও ভালো না।
19/4/14