রবিবার, ৮ জুন, ২০১৪

মনের ঘর তুমি



"""মনের ঘরে তুমি ""'



চুপিচুপি মনের ঘরে
দিলে তুমি হানা,
তুমি আমায় ভালবাসবে
ছিল না মোর জানা।

তোমায় পেয়ে হৃদয় মাঝে
ফুটলো প্রেমের ডানা,
সেই ডানাতে উড়তে চায়
নেই ঠিকানা জানা।

তোমায় নিয়ে রাত্রি সাজায়
আলো জ্বালায় জোৎস্না,
তুমি থাকো গহীনে সদায়
তুমিই মোর ভাবনা।

মন দিয়েছি তোমায় আমি
সেই যে কবে আগে,
মন নদীতে তরী ভাসালাম
থাকলাম প্রেমে জেগে।

মন কুটিরে রেখেছি তোমায়
মনের মতো সাজিয়ে,
মাঝে মাঝে ভয়ে ডরাই
কেউ যদি নেয় ভাগিয়ে।

ভালবেসে পেয়েছি তোমায়
চাইনা তোমাকে হারায়।
ভালবাসার গান গেয়ে যায়,
বাজবে বিয়ের সানাই।

21/10/12


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন